শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম তপন সেন বয়স(২২)। পেশায় একজন কাঠমিস্ত্রি। বাড়ি গঙ্গারামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।
ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তার চিকিৎসাও চলছিল বলে দাবি। এরই মাঝে প্রতিদিনের মত বুধবার রাতেও খাবার খেয়ে নিজের ঘরেই ঘুমিয়ে ছিল তপন।
আরও পড়ুনঃ ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ
এরপরে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ পরিবারের লোকজন দেখতে পান, নিজের ঘরের বিছানার ওপরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পরিবার সহ এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারের লোকজন। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।
আরও পড়ুনঃ বাগডোগরায় ডাইভারশন ভেঙে যাওয়ায় বন্ধ সড়ক যোগাযোগ ব্যবস্থা,ব্যাপক যানজট
এরপরে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।যদিও পরিবারের দাবি, দীর্ঘ দেড় বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তপন। ঘটনার পরই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584