পিয়ালী দাস, বীরভূমঃ
বোমাবাজির ঘটনায় মৃত্যু হল এক নিরীহ গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকরতলা থানার হজরতপুর গ্রামে। এলাকার উত্তেজনা থাকায় পুলিশি টহল।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে আট দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি হলেন তপন রুইদাস। বয়স ৪০ বছর, বাড়ি কাঁকরতলা থানার হযরতপুর গ্রাম। গত বুধবার রাতে গ্রামের বিয়ে বাড়ি থেকে ভোজ খেয়ে ফেরার পথে দুই দল দুষ্কৃতীর বোমাবাজির সময় বোমার আঘাতে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার বাসিন্দা লক্ষ্মী পালের চার চাকা গাড়ির চালক হিসেবে কাজ করতেন স্থানীয় যুবক কৃষ্ণ দাস। কিছুদিন আগে গাড়ির কোনো সমস্যার জন্য চালককে গাড়ি চালানোর কাজ থেকে ছাড়িয়ে দেন গাড়ির মালিক।
তারপর বুধবার সন্ধ্যায় আবার কৃষ্ণ দাসকে গাড়ি চালানোর জন্য বলে লক্ষ্মী পাল। তখন কৃষ্ণদাস জানায়, বেশি টাকা দিতে হবে তবেই গাড়ি চালাবে। আর এরপরই দুজনের মধ্যে শুরু হয় বিবাদ, সেই বিবাদ চরমে পৌঁছালে হাতাহাতি পর্যন্তও হয়।
আরও পড়ুনঃ ভেঙে পড়ল জামিন জলধারা প্রকল্পের পানীয় জলের ট্যাঙ্ক, ক্ষোভ এলাকাবাসীর
এরপর লক্ষ্মী পাল বোমা ও লোকজন নিয়ে মারতে আসে কৃষ্ণ দাসকে বলে অভিযোগ। সেসময় দুই পক্ষের লড়াইয়ে তপন রুইদাসের মৃত্যু হয় বোমার আঘাতে।
ঘটনার খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ রাত্রি বেলায় হজরতপুর গ্রামে আসেন এবং মৃতদেহ উদ্ধার করে। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” বোমাবাজি ও খুনের ঘটনায় আট জন দুষ্কৃতীকে আটক করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সিএমওএইচ দফতরে স্বাস্থ্য কর্মীদের অনশন কোচবিহারে
এলাকায় পুলিশি টহল আছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মৃত ব্যক্তির আত্মীয় মাধুরী রুইদাস জানিয়েছেন হঠাৎ করে রাত্রে বাড়িতে খবর আসে দেওরকে মেরেছে সাথে সাথে আমরা ছুটে যাই গিয়ে দেখি মরে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584