নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও বিজেপি তৃণমূল সংঘর্ষে কার্যত উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বরিদা গ্রাম ৷ বিজেপি দলীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত এগরা ১নং উত্তর মন্ডলের বরিদা গ্রামে বিজেপির সংখ্যালঘু কর্মীদের দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলের বেশ কিছু গুন্ডাবাহিনী তাদের উপর চড়াও হয় এবং মারধোর করে বলে অভিযোগ ৷
এই সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন গুরুতর আহত হয় যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বিজেপি দলীয় সূত্রে জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় ৫ জন বিজেপি কর্মীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়ার পথে ১জনের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুনঃ বহরমপুরে ছিনতাইকারী গ্রেফতার
জানা গেছে ওই মৃত বিজেপি কর্মীর নাম,শেখ লিয়াকত ৷এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ৷ পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584