মনিরুল হক, কোচবিহারঃ
স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক ব্যক্তির দেহ পাওয়া গেল মানসাই নদীতে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, বুধবার রাতে শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি চর এলাকায় স্থানীয়রা ওই মৃতদেহটি দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ।
এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম শংকর দাস (৫৫)। তার বাড়ি মাথাভাঙা শহরের ৬ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, সোমবার সুটুঙ্গা নদীতে স্নান করতে নেমে ডুবে গিয়েছিলেন ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার মাদারিহাটে, ধৃত ২
দুদিন ধরে মাথাভাঙা বিপর্যয় মোকাবিলা দফতর ওই ব্যক্তির দেহের খোঁজে সুটুঙ্গা ও মানসাই নদীতে তল্লাশি চালায়। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার হলে তাঁর পরিবার এসে দেহটি শনাক্ত করে। পরে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584