ফের করোনা আক্রান্তের মৃত্যু রায়গঞ্জে

0
37

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার রাতে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে ভর্তি হয়েছিলেন আগস্ট মাসের ১ তারিখে। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হলে ৩ তারিখ পজিটিভ রিপোর্ট এসেছিল।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

তড়িঘড়ি তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, বুধবার রাত ১০টা নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম জয়ন্ত কুমার সাহা (৫১) বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগরের রাসবিহারী মার্কেট এলাকায়।

আরও পড়ুনঃ দেশে একদিনে করোনা আক্রান্ত ৫২ হাজারের বেশি মানুষ

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, রাতে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে৷ সে খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে ৷ স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তির মৃতদেহ সৎকার করা হবে।” এই নিয়ে কোভিড হাসপাতালে মৃত্যুর সংখ্যা হল ৬।

পাশাপাশি, ৬ করোনা রোগী সুস্থ হয়ে বুধবার বাড়ি ফিরেছেন । এদের মধ্যে পুলিশ থেকে শুরু করে নার্স স্বাস্থ্যকর্মী ও সাধারণ রোগীও রয়েছেন। বুধবার রাত ১০টা নাগাদ তাদের কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here