সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর ৭ নম্বর ঘেরিতে ঘর তৈরীর সময় মোটর চালিয়ে বৃষ্টির জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ হালদার(৪৩)। স্থানীয় সূত্রে জানা যায় দিনমজুর রামকৃষ্ণ হালদার এলাকায় লোকের বাড়িতে কাজ করে এসে হঠাৎ করে দেখতে পায় প্রচন্ড বৃষ্টির ফলে তার বাড়িতে যেখানে কাজ হচ্ছিল সেখানে জল জমেছে সঙ্গে সঙ্গে লোকের বাড়ি থেকে ইলেক্ট্রিক মোটর চেয়ে নিয়ে এসে বাড়ির মিটার থেকে কানেকশন নিয়ে মোটরটি চালিয়ে দেয়।
বহু সময় কেটে যাওয়ার পর মোটর বন্ধ হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোক গিয়ে দেখতে পায় ওই স্থানে পড়ে রয়েছে তিনি ৷ বহু ডাকাডাকির পর ও কোন সাড়া পায়না । স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷
আরও পড়ুনঃ আর্থিক অনটনে আত্মহত্যা গৃহবধূর
খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়, পুলিশ এসে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠাবার উদ্যোগ নিয়েছে। মৃত ব্যক্তির বাড়িতে উপার্জনের কেউ রইলনা ৷ তিনটি নাবালিকা মেয়ে এবং স্ত্রী বর্তমান। ভবিষ্যতের কথা ভেবে এলাকার মানুষ খুবই চিন্তিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584