নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাছ চুরি করতে গিয়ে পালানোর সময় পড়ে গিয়ে ১ জনের মৃত্যু হয়েছে ৷পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুরিয়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন দুষ্কৃতী মাগুরিয়া গ্রামের অমল মাঝির পুকুরে মাছ চুরি করতে যায়।
পুকুরে জাল ফেলার শব্দ পেয়ে অমলবাবুও তার পরিবারের সকলের ঘুম ভেঙে যায়। সেই সময় তারা চোর চোর বলে চিৎকার করে। অমলবাবুরও তার বাড়ির লোকেদের চিৎকারে প্রতিবেশীরা উঠে পড়ে। তড়িঘড়ি পুকুরের দিকে গেলে মাছ চুরি করতে আসা দুষ্কৃতীরা ছুটে পালাতে থাকে। তাদের মধ্যে একজন রাস্তার উপরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । বিষয়টি সঙ্গে সঙ্গে দাসপুর থানার পুলিশকে জানানো হয়।
আরও পড়ুনঃ স্বামীর পরকিয়ার জেরে খুন,স্ত্রী ; কন্যা সন্তান
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। মৃত চোরের নাম দীন নাথ গায়েন বলে স্থানীয়রা জানায়।তার বাড়ি ওই এলাকাতেই । সে হৃদরোগে ভুগছিল বলে জানা যায় ।তাই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584