নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত ব্যক্তির নাম আশুতোষ সিং।
প্রায় ৫০ বছর বয়সী আশুতোষ সিং যখন বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন তখন বৃহস্পতিবার ভোররাতে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয় বলে তার পরিবারের লোকেরা জানায়। এরপর তাকে সোনাখালি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ভান্ডারটিকুরীতে সাপের ছোবলে মৃত্যু
দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। দাসপুরে সাপের উৎপাত শুরু হয়েছে। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। একদিকে করোনা, অন্যদিকে সাপের উৎপাত, যার ফলে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন দাসপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ কান্দিতে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
গত কয়েকদিনে দাসপুর থানার বিভিন্ন এলাকা থেকে শতাধিক বিষাক্ত সাপ বনদফতর উদ্ধার করেছে। প্রতিনিয়ত সাপ উদ্ধারের ঘটনা ঘটছে দাসপুরের বিভিন্ন গ্রাম থেকে। ইতিমধ্যে সাপের কামড়ে কয়েকজন মারা গিয়েছে। যার ফলে দাসপুর এক ও দুই ব্লক জুড়ে সাপের আতঙ্ক ভয়াবহ আকার ধারণ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584