নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল এক বাইক আরোহী। গুরুতর আহত হয়ে বাইক আরোহী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজনের কোনো খোঁজ মেলেনি।শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর কেঠিয়া চাতাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন চন্দ্রকোনার বালা গ্রামের বাসিন্দা রাখাল বাগাল (৩০)।তার সাথে ছিলেন আরেক আত্মীয় ঘাটালের দুবরাজপুরের বাসিন্দা কার্তিক খান (১৮)।
সেই সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কেঠিয়া চাতাল এলাকায় শিলাবতী নদীতে পড়ে যায়। রাখাল আর কার্তিক দুজনে নদীর জলে পড়ে গেলেও কোনোক্রমে রাখাল উঠে আসে।কিন্তু খোঁজ মেলেনি কার্তিকের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ।
আরও পড়ুনঃ দিল্লি থেকে ফিরেই এবার হোম কোয়ারেন্টাইনে দেবশ্রী
আশঙ্কাজনক অবস্থায় রাখালকে ভর্তি করানো হয় ঘাটাল হাসপাতালে। রবিবার সকালে কার্তিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও পরিজনেরা। ইতিমধ্যেই নিখোঁজ যুবকের খোঁজে নামানো হয় এন ডি আর এফ টিম। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584