নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নিজের আমবাগানে দুষ্কৃতীদের হাতে খুন হলেন বাগানের মালিক। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার ছোট সুজাপুরের বড়মত্তর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আনোয়ার শেখ (৪৮)।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বৃষ্টি আসায় দুজন আত্মীয়কে নিয়ে আনোয়ারবাবু আম বাগানে গিয়েছিলেন। সেসময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনোয়ার শেখের। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে হাঁসুয়ার আঘাতে আহত হন পরিবারের এক সদস্য। কী কারণে এই খুন করা হয়েছে, পরিবারের লোকজনরা তা নিয়ে অন্ধকারে রয়েছেন।
আরও পড়ুনঃ পুরুষাঙ্গ দেখেই বেধড়ক মার, বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ জলঙ্গিতে
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584