নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নির্মমতার নিদর্শন দেখল জলঙ্গি। ভারত বাংলাদেশ বর্ডার এলাকা জলঙ্গি থানা। এই এলাকার বেশিরভাগ মানুষেরই কৃষি কাজ প্রধান জীবিকা। লকডাউনের বাজারে শ্রমজীবী মানুষকে অতি কষ্টে জীবন ধারণ করতে হচ্ছে। পেটের টানে সকলেই ছুটছে কাজের সন্ধানে।
বর্ডার লাগোয়া এলাকায় শনিবার পাঁচ বন্ধু মিলে ঘাস কাটতে যান। সেখানে তাদেরকে দেখতে পেয়ে ডেকে পাঠান বিএসএফের কর্তব্যরত কর্মীরা। আক্রান্ত যুবকদের অভিযোগ, তারপর বিএসএফ কর্মীরা পোষাক খুলতে বলে। বাধ্য হয়ে যুবকরা পোষাক খুললেই তাদের পুরুষাঙ্গ দেখে বেধড়ক পেটাতে শুরু করে বিএসএফ কর্মীরা। তাদের কাছে থাকা আধার কার্ড ভোটার কার্ড সব কিছু কেড়ে নেওয়া হয় বলেও জানান আহত যুবকেরা।
ঘটনাটি ঘটেছে আজ দুপুর নাগাদ জলঙ্গি থানার ১৪১ নং বিএসএফ জওয়ান রোডে। প্রাণ হাতে পালিয়ে এসে ঘটনার পরে আহত যুবকেরা জলঙ্গি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সামাল দিতে উপস্থিত হন জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সাদিখাঁড়দিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ কাউন্সিলরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আহত এক ব্যক্তির মা জানান, তার ছেলে ঘাস কাটতে গিয়েছিল। কিছু সময় পর বিএসএফরা তার ছেলেকে ধরে ব্যাপক হারে মেরেছেন বলে তিনি জানতে পারেন। এমনকি গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কাটতে গিয়েছিল বলেও অভিযোগ সেই মায়ের। ছেলেকে কেন এমন ভাবে মারা হল তার বিচার চাইছেন ওই মা।
এই ঘটনায় জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিএসএফ দের বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584