নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ফের দল হাতির সামনে পড়ে গুরুতরভাবে জখম হলেন এক পথচারী । আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে জামবনি ব্লকের লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের বড়শোল গ্রাম সংলগ্ন জঙ্গল রাস্তার উপর ।
আহত ব্যক্তির নাম রাখাল গোপ ( ৩৭ ) , পেশায় গাড়ি চালক । তাঁর বাড়ি ঝাড়খন্ডের উদাল গ্রামে । গতকাল রাতে টাঙ্গিয়ার কাছে গাড়ি রেখে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি । হঠাৎ করে দল হাতির সামনে পড়ে যান রাখাল বাবু । তুলে আছাড় মারে তাঁকে ।
আরও পড়ুনঃ চন্দ্রকোনা রোডের ডিগ্রী এলাকা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
এলাকায় দল হাতি থাকায় পাহারায় ছিলেন হুলপার্টির সদস্যরা । চিৎকার শুনে ছুটে যায় হুলাপার্টির সদস্যরা । খবর দেওয়া হয় রাখালের পরিবারকে । রাখালকে উদ্ধার করে প্রথমে চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ।
আরও পড়ুনঃ ডেবরায় অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার
জানা যায় , হাতি রাখালের ডান পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে তিনি ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584