সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মী বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালি থানার অন্তর্গত বজবজ ২ নং ব্লকের দস্তোনিয়া এলাকায়। আক্রান্ত এসএসকেএম হাসপাতালের স্থায়ী হাউস কিপিং কর্মী।
পরিবারের অভিযোগ, গত ১ জুলাই আক্রান্তর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। ৬ জুলাই নমুনা সংগ্রহ করা হয়। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কর্মীর মারফৎ জানতে পারেন রিপোর্ট পজিটিভ। তারপর স্থানীয় প্রশাসন স্বাস্থ্য কর্মীদের জানিয়ে এখনও পর্যন্ত আক্রান্তকে নিয়ে যাওয়ার জন্য কোন অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করা যায় নি।
আরও পড়ুনঃ ডেঙ্গি করোনার জোড়া সংক্রমণে বৃদ্ধের মৃত্যুতে চিন্তায় স্বাস্থ্যভবন
আমাদের কাছে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গেছে যে, স্থানীয় আশা কর্মীরা রোগীকে নিয়ে যাওয়ার এবং পরিবারের সদস্যদের টেস্ট করার জন্য আশ্বস্ত করলেও গাড়ির অভাবে কোনটাই হয়নি। করোনা আক্রান্ত রোগী বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে থাকা ঘিরে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন উঠছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584