সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
১৯ সেপ্টেম্বর ভোর রাতে জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ অভিযানে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ৬ জনকে। সামগ্রিক ভাবে এই অভিযানে গ্রেফতারির ভয়ে সন্ত্রস্ত ডোমকল মহকুমা এলাকার বাসিন্দারা।
আজ সন্ধ্যা ৬টা নাগাদ জলঙ্গি থানার অন্তর্গত নওদা গ্রামের এক পরিযায়ী শ্রমিককে হঠাৎ গ্রেফতার করার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এই গ্রেফতারির বিষয়ে সরকারি কোন বিবৃতি প্রকাশ হয় নি।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতের নাম শামীম আনসারী(২৫)। শামীম লকডাউনের পূর্বে কেরলে কাজে গেলেও ফিরে এসে এলাকায় দিন মজুরের কাজ করতো। শামীমের স্ত্রী চান তারা বিবি নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানায় যে, তার স্বামী নির্দোষ। শামীমের মা গাগফিরা বেওয়া জানান, সন্ধ্যা বেলায় খাওয়া সেরে তার ছেলে বাইরে যাচ্ছিল সেই সময় তিনটি গাড়িতে করে কারা এসে তার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়।
যারা গ্রেফতার করে তাদের মধ্যে পুলিশও ছিল বলে দাবি করেন গাগফিরা বেওয়া। তবে কী কারণে কারা শামীমকে গ্রেফতার করলো সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শামীমের ভাই মুস্তফা আনসারী দাবি করেছেন তার ভাইকে কেন গ্রেফতার করা হল কারা গ্রেফতার করলো তা জানানো হোক তাদের।প্রতিবেশী সাহাবুল আনসারী জানান, শামীম কোন ধরনের খারাপ কাজের সাথে যুক্ত ছিল না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584