নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
দুর্ঘটনার কবলে পড়ে ফের মৃত্যু হল ১ পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল করিম খান। বাড়ি বাঁকুড়ার পিয়ারডোবা এলাকায়।
প্রসঙ্গত, শনিবার সকালে কেশপুর কলেজের কাছে লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় শ্রমিক বোঝাই মারুতির। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৬ পরিযায়ী শ্রমিককে। এদের মধ্যে সন্ধ্যায় মারা যায় আব্দুল করিম খান(২০)।
জানা গিয়েছে, বাঁকুড়ার পিয়ারডোবা এলাকায় এই শ্রমিক রঙ করার কাজে গিয়েছিল চেন্নাইতে। দীর্ঘদিন লকডাউনের জেরে আটকে থাকার পর শনিবারই ট্রেনে করে খড়্গপুরে পৌঁছোন তারা। এরপর এক মারুটি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে কেশপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে শ্রমিকদের অভিযোগ শুনলেন সাংসদ
পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বললেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বলেন, ‘দ্রুত গতিতে যাতায়াতের কারণে ঘটেছে এই দুর্ঘটনা।
মৃত পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’ খবর পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে মৃত পরিযায়ী শ্রমিকের বাবা সমিরুদ্দিন খান। শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584