নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের ট্রেনে মালদহ ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেলেন এক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকালে কেরালা থেকে গুয়াহাটিগামী শ্রমিক স্পেশাল ট্রেন মালদহ টাউন ষ্টেশনে থামলে ঐ শ্রমিকের মৃতদেহটি নামানো হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের সময় মৃত ব্যক্তির লালারস সংগ্রহ করা হবে। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম খাতিব শেখ (২৭)। সে কেরালাতে নির্মান শ্রমিকের কাজ করত। তার বাড়ি মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে।

লকডাউনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরতে পারছিল না। পরে ৬ জুন শ্রমিক স্পেশাল ট্রেনে জায়গা পায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রেনে ওঠার পর থেকেই খাতিব বমি-পায়খানা শুরু করে, অসুস্থ হয়ে পড়ে। আজ ভোরে ট্রেনেই সে মারা যায়।
আরও পড়ুনঃ পরিযায়ী পাখি আসে – যায়, তবুও হাল ফেরেনা আংগীনা গ্রামের রাস্তার

এই নিয়ে মালদহ জেলায় ভিন রাজ্য থেকে ফেরার পথে তিনজন পরিযায়ী শ্রমিকের ট্রেনের ভিতরে মৃত্যু হল। মৃতের স্ত্রী বছর পঁচিশের লাকি বিবির দুই ছেলে রয়েছে। ভোররাতে সহযাত্রীদের কাছ থেকে তিনি ফোনে স্বামীর মৃত্যু সংবাদ পান। তিনি জানান, ‘খবর পাই, ট্রেনে চিকিৎসা না পেয়ে ও মারা গিয়েছে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584