নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুরঃ
আবারও করোনা ভাইরাসের থাবা পূর্ব মেদিনীপুর জেলায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ১৮ দিন পর পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ল তমলুক ব্লক নীলকুন্ঠা অঞ্চলে। জানা গিয়েছে হায়দ্রাবাদ থেকে বাড়ি এসে ১৮ দিন পর করোনা পজেটিভ ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের গড়কিল্লা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের।
করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। নীলকুণ্ঠা অঞ্চল প্রধান অশোক কুমার পাইক জানান যে গতকাল রাতে লালারসের পরীক্ষার রিপোর্ট তাদের পজিটিভ আসে। আজ সকালে অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে আক্রান্তদের।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে ফের কড়া লকডাউনের আওতায় উত্তর চব্বিশ পরগনা
ইতিমধ্যে ওই আক্রান্ত পরিযায়ী শ্রমিক কোন কোন জায়গায় গিয়েছিল তার খোঁজখবর শুরু করা হয়েছে এবং তার পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এলাকা স্যানিটাইজার করারও ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করতে বলা হয়েছে এলাকার সকলকে। নীলকুন্ঠা অঞ্চলে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584