নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা উপসর্গ নিয়ে ভর্তি করার আগেই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত ব্যক্তি মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা ছিলেন। উত্তরপ্রদেশ থেকে গাড়িতে করে বাড়ি ফেরার সময় ওই শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিক উত্তরপ্রদেশের লখনৌর, একটি হ্যাচারিতে শ্রমিকের কাজ করতেন। দিন দশেক আগে প্রবল জ্বর নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
কিন্তু সেখানে তার ঠিকমত চিকিৎসা না হওয়ায় চলতি মাসের ১১ তারিখে অন্য ৪ জন শ্রমিক একটি গাড়ি ভাড়া করে জ্বরে আক্রান্ত শ্রমিককে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন।
আরও পড়ুনঃ রেকর্ড সংখ্যক করোনা পজিটিভের হদিশ মালদহে
গাড়িতেই প্রবল শ্বাসকষ্ট হতে শুরু হয় তার। এরপর রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এসে পৌঁছতেই কর্তব্যরত ট্রাফিকের ওসি ও সিভিক ভলান্টিয়াররা রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে এলে, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, বর্তমানে মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে রাখা রয়েছে। মৃতের লালারসের নমুনা পরীক্ষা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584