মন্দিরবাজারে গাড়ি-সহ চালককে অপহরণের চেষ্টা, ধৃত ১

0
162

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

ভিন জেলা থেকে গাড়ি চুরি ও গাড়ির চালককে অপহরণ করে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হল গাড়ি সহ ১ দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুরে । গাড়ি সহ বুদ্ধদেব দাস (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে মন্দিরবাজার থানার পুলিশ।

accused arrest | newsfront.co
ধৃত ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি ঘটনায় গাড়ির মধ্যে থেকে গাড়ির চালক দিলীপ মন্ডল (৫০) কে উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৬ই ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থেকে ৩ ব্যক্তি একটি স্করপিও গাড়ি ভাড়া করে কলকাতার শিয়ালদহ আসে৷ পরে সেখান থেকে ভোজালি ও ধারালো অস্ত্র দেখিয়ে স্করপিও গাড়ির চালক দিলীপ মন্ডলের হাতে দড়ি বেঁধে গাড়ির পেছনে রেখে দেয়।

scorpio | newsfront.co
বাজেয়াপ্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র

এরপরে তারা সেই গাড়ি নিয়ে র‌ওনা দেয় ঢোলাহাটের দিকে ৷ পরে দক্ষিণ বিষ্ণুপুরের কাছে পৌঁছাতে সেখানে তারা পথ চেনার জন্য স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করে ৷ তখন স্থানীয় লোকজনেরা এক ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় গাড়ির মধ্যে দেখতে পেয়ে সন্দেহ হয়। এরপরই স্করপিও গাড়িটি আটকে ঘটনার খবর দেওয়া হয় মন্দির বাজার থানার পুলিশকে।

আরও পড়ুনঃ দাবি আদায়ে অনড়, ধরনায় গড়বেতার এমজিএনআরইজিএ-র কর্মচারীরা

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ড্রাইভারকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। তবে বিপদ বুঝে বাকি দুই সঙ্গী পালিয়ে যায়। ইতিমধ্যেই ধৃত বুদ্ধদেব দাসকে ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here