সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ডেবরা থেকে ঘরে ফিরল হারিয়ে যাওয়া ছেলে

0
51

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নিখোঁজ হওয়া বোবা ছেলেকে ফিরে পেল পরিবার ৷ জানা গিয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার আমঝোর গ্রামের বাসিন্দা সুমন্ত দুলে বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় ৷

people | newsfront.co
নিজস্ব চিত্র

স্বভাবতই সুমন্তর পরিবার পরিজন চিন্তিত হয়ে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার জন্য সারেঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ ঘুরতে ঘুরতে সুমন্ত অবশেষে পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়,কিন্তু পথে চলতে চলতে কোন কিছুতে আঘাত লেগে পায়ে চোট পায় সুমন্ত ৷

asha | newsfront.co
শ্রাবন্তী দাস, উদ্ধারকারী আশা কর্মী ৷ নিজস্ব চিত্র

চোট পাওয়া অবস্থায় মাঠের এক পাশে সুমন্ত কে পড়ে থাকতে দেখে এলাকার এক আশা কর্মী শ্রাবন্তী দাস ৷ এরপর ওই আশা কর্মীর সহযোগিতায় সারিয়ে তোলা হয় তার ক্ষতস্থান ৷ সুমন্তকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় সুমন্তর বর্তমান অবস্থান ৷

boy | newsfront.co
সুমন্ত দুলে ৷ নিজস্ব চিত্র

ঘণ্টা দুয়েক না পেরোতেই পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা কর্মী শ্রাবন্তী দাস ৷ এরপরই ছেলের টানে ডেবরা এলাকায় ছুটে আসে সুমন্তর পরিবার, পরিবারকে দেখতে পেয়ে বেজায় খুশি ছেলে সুমন্ত ৷

আরও পড়ুনঃ সরকারি কর্মীকে কাজে বাধাদান, মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

অন্যদিকে ছেলেকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সুমন্তর পরিবার ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক দিকটির ভূমিকা কে কোন ভাবেই অস্বীকার করা যায় না ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here