নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। মালদার মানিকচকে এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর।
বৃহস্পতিবার রাতে মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাবে মোট ২০২ জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ২০১ জনের রিপোর্টে করোনা নেগেটিভ এলেও একজনের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। এই নতুন আক্রান্তের সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও তিনি মানিকচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর আগেও মালদহের মানিকচকেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। দ্বিতীয়টি ধরা পড়েছিল রতুয়ায়। ওই দু’জনের চিকিৎসাই চলছে শিলিগুড়িতে। তৃতীয় ব্যক্তির চিকিৎসা কোথায় করা হবে তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি।
আরও পড়ুনঃ জয়গাঁয় আটক ২০ জন পরিযায়ী শ্রমিক
মালদহ জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর , এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৯৭৭ জনের লালারস পরীক্ষা হয়েছে। রিপোর্টে করোনা পজিটিভ ৩ জনের। বাকি ১ হাজার ৯৭৪ জনের রিপোর্ট নেগেটিভ। ৩২৫ জনের লালারস সংগ্রহ করা হয়েছে। ১৬৪টি লালারস পরীক্ষার কাজ চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584