পকসো আইনে ‘যৌন নিগ্রহ’ নিয়ে ফের বিতর্কিত রায় বোম্বে হাইকোর্টের

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

female harassment | newsfront.co
প্রতীকী চিত্র

বম্বে হাইকোর্ট, নাগপুর বেঞ্চের পকসো (POCSO) আইনে যৌন নিগ্রহ নিয়ে ফের এক বিতর্কিত রায়।

আদালত বলেছে, কোনও কিশোরীর হাত ধরলে বা তার সামনে প্যান্টের চেন খুললে সেটা পকসো আইনে যৌন নিগ্রহ নয়। বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা গত ১৫ জানুয়ারি এই রায় দিয়েছেন।

লিবনাস কুজুর নামে বছর ৫০-এর এক ব্যক্তিকে ২০২০ সালে একটি মামলায় নিম্ন আদালত পকসো আইনের একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে। এই রায়কে চ্যালেঞ্জ করে নাগপুর বেঞ্চের দ্বারস্থ হন তিনি। সেই মামলারই এই রায় দিয়েছেন মহিলা বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা।

আরও পড়ুনঃ যৌন নির্যাতন নিয়ে বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, “অভিযুক্ত সেই কিশোরীর আব্রু হননের উদ্দেশ্য নিয়ে তার বাড়িতে ঢুকেছিল। এটা প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু তাকে যৌন নিগ্রহ করেছি কিনা সেটা প্রমাণ হয়নি।” তাঁর যুক্তি পকসো আইনে যৌন নিগ্রহ মানে সঙ্গম ছাড়া শারীরিক স্পর্শ। তাই এই মামলায় অভিযুক্ত সেই কিশোরীর হাত ধরলে বা তার সামনে প্যান্টের চেন খুললেও, যৌন নিগ্রহ আদৌ করেছিল কিনা তা প্রমাণ সাপেক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here