নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মালদহের ভিআরডিএল ল্যাব থেকে করনদিঘির একজনের করোনা আক্রান্তের খবর মিলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১১ জনের আক্রান্তের খবর এসেছে। মালদহের ভিআরডিএল ল্যাব থেকে ৮ জনের এবং রায়গঞ্জ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাব থেকে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছিল।
আজ আরও ১ জনের শরীরে করোনার হদিশ মিলেছে। রায়গঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডের কান্তনগরের বাসিন্দা এক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এই জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন। যদিও ইতিমধ্যে ২৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুনঃ করোনায় মালদহে মৃত যুবক, আক্রান্ত ছয়শোর বেশি
গত সোমবার রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে ১ জন ৭০ বছরের বৃদ্ধসহ মোট ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকালের ওই দম্পতির আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জ শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে জেলার সমস্ত ব্লকের লালারসে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকও জেলায় নতুন করে আর আসছে না। ফলে পজিটিভ কেসের সংখ্যা কমবে এটাই স্বাভাবিক। তবে মালদহে আগে পাঠানো লালারসের নমুনার রিপোর্ট আজ আসতেই এই করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584