নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলায় নতুন করে ফের ১ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। ৫ জুলাই রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ফের ১ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে।
সেখানে উল্লেখ রয়েছে গত ৪ জুলাই পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে সোমবার থেকে চলবে টানা বৃষ্টি
এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ১ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584