নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের মানিকচকের পর এবার রতুয়া ব্লকে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল। জানা যায়, মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার রাতে ১০ জন সন্দেহজনক রোগীর লালারস টেস্ট করা হয়। তাদের মধ্যে একজনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
মালদহে প্রথম মানিকচক ব্লকের এক শ্রমিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে ওই ব্যক্তি শিলিগুড়ির করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তবে মঙ্গলবার সকাল থেকে মালদা মেডিকেলের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৭৫ জনের লালারস সংগ্রহ করে টেস্ট করা হয়। এরপর বিকেল চারটা পর্যন্ত আসা ১২৪ জনের রিপোর্টে করোনা নেগেটিভ আসে।
আরও পড়ুনঃ চা বাগানের সংঘর্ষে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে উদ্ধার প্রচুর অস্ত্র
আর এরপর রাতে আরও ১০ জনের টেস্ট করার সময় এক জনের পজিটিভ এসেছে। তবে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রতুয়ার বাহারালের ওই ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর এই খবর চাউর হতেই দুশ্চিন্তায় মালদহবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584