নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জে আরও এক করোনা আক্রান্ত রোগীর হদিস মিললো। মঙ্গলবার গভীর রাতে এই রিপোর্ট রায়গঞ্জ মেডিকেলে এসে পৌঁছেছে। জানা গিয়েছে, মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার ৩২৯ জনের লালার নমুনা পরীক্ষা করা হয়। রাতে তার রিপোর্ট আসে। মালদহ মেডিকেল থেকে জানানো হয়েছে, একজনের লালার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।
অর্থাৎ আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। রায়গঞ্জ থেকেই তাঁর লালার নমুনা এসেছিল বলে সূত্রের খবর। উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যেই ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ক্ষমতার অপব্যবহার বিজেপি সাংসদের, অভিযোগ তৃণমূলের
তাদের হেমতাবাদের কাছে কোভিড হাসপাতালে রাখা হয়েছে। ফের জেলায় আরেকজন করোনা আক্রান্তের হদিস মিলল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যক্তি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। কিছু দিন আগে তিনি ফিরে এসেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584