নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা থাবা চওড়া হচ্ছে রায়গঞ্জ শহরে। ফের রায়গঞ্জ শহরের দেবীনগরে একজনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি ব্যাঙ্গালোর থেকে আসা এক ইঞ্জিনিয়ার। ওই যুবক ব্যাঙ্গালোরের একটি নির্মাণ সংস্থায় কর্মরত ছিলেন। মে মাসের ১৫ তারিখ তিনি রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগরের বাড়িতে ফেরেন।
এরপরেই রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বাড়ির সামনে কোয়ারেন্টাইনের নোটিশ ঝোলানো হয়েছিল। নিয়মমত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই ইঞ্জিনিয়ার সহ বাড়ির সদস্যরা। ব্যাঙ্গালোরে ফিরে যেতে এই মাসের ১ তারিখে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। বাগডোগরা থেকে প্লেনে কলকাতা হয়ে ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল তার। প্লেনে যাওয়ার আগে করোনা পজিটিভ রয়েছে কিনা তা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার চক্রান্ত করা হয়েছিল, তোপ সাবিনার
সেজন্য ৩ তারিখ তার লালার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দেন তিনি। সোমবার রাতে ওই ইঞ্জিনিয়ারের লালারসের রিপোর্ট পজেটিভ এসেছে। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী জানিয়েছেন, রাতে ওয়ার্ডের এক যুবকের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। রাতেই ওয়ার্ডের কিছু এলাকা স্যানিটাইজ করা হয়েছে। আজ আরও এলাকা স্যানিটাইজ করা হবে। ওই ইঞ্জিনিয়ারের বাড়ির ৪ সদস্য সহ পরিজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584