মালদহে আরো একটি কোভিড হাসপাতাল

0
64

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহে আরও একটি নতুন কোভিড হাসপাতাল তৈরি করল প্রশাসন। এক্ষেত্রে পুরোনো মালদহের নারায়ণপুরের পথসাথী ভবনকে বানানো হল দ্বিতীয় কোভিড হাসপাতাল। জেলা স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মালদহে মোট আক্রান্তের সংখ্যা ৪৭৩ জন। কয়েকদিনের মধ্যে সংক্রমিত হয়েছেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে পুরাতন মালদহের বিডিও।

Pathasathi | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও বিডিওকে পরে শিলিগুড়িতে রেফার করা হয়েছে। একের পর এক প্রশাসনিক কর্তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তিত জেলা প্রশাসন। মূলতঃ প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে পথসাথী ভবনটিকেই কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। ওই ভবনের দোতলায় থাকা প্রায় ২২ টি শয্যা করোনা সংক্রমিত প্রশাসনিক কর্তাদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ দুঃস্থ গর্ভবতী মহিলাদের জন্য এলাহি আহারের আয়োজন

এই ভবনটিতে পথচলতি মানুষের জন্য এখানে খাবারের ব্যবস্থা ছিল। এই দায়িত্বে ছিল এলাকার কয়েকটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী ৷ গোষ্ঠীগুলির সদস্যদের এদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে এই ভবনে স্বাস্থ্যদফতরের তরফে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার যাবতীয় সরঞ্জাম পৌঁছে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here