উচ্চক্ষমতাসম্পন্ন করোনার নতুন স্ট্রেন, বছর শেষে বাড়ছে উদ্বেগ

0
94

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বছরশেষে উদ্বেগ বাড়িয়ে হাজির করোনার নতুন স্ট্রেন। উচ্চ সংক্রমণ ক্ষমতাযুক্ত করোনাভাইরাসের আরও এক নতুন স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে ব্রিটেনে। এই স্ট্রেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক।

Corona Pandemic | newsfront.co
প্রতীকী চিত্র

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত সপ্তাহে ভাইরাসের নয়া জিনোটিক মিউটেশনের খোঁজ মিলেছে, সম্ভবত তা থেকেই সেখানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে।

ব্রিটিশ স্বাস্থ্যসচিব জানিয়েছেন, ‘‘দক্ষিণ আফ্রিকানদের দারুণ জিনোমিক ক্ষমতার জন্য ধন্যবাদ। আমরা করোনাভাইরাসের নয়া স্ট্রেনে আক্রান্ত দুটো ঘটনা এখনও পর্যন্ত চিহ্নিত করতে পেরেছি। দুটো ঘটনাতেই দেখা গিয়েছে, রোগীরা গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন।”

আরও পড়ুনঃ ইংল্যান্ড ফেরত কলকাতার দুই যাত্রীর শরীরে করোনা, বাড়ছে উদ্বেগ

করোনার নয়া স্ট্রেন ঘিরে উদ্বেগ বাড়ছে ব্রিটেনে। করোনার এই নয়া প্রজাতি বিস্তার রুখতে উঠেপড়ে লেগেছে বরিস জনসন সরকার। করোনার এই স্ট্রেন ৭০ শতাংশেরও বেশি সংক্রমণ ছড়াতে পারে বলে জানা গিয়েছে।করোনার এই নতুন প্রজাতি নিয়ে গবেষণা শুরু হয়েছে। নয়া স্ট্রেনের হদিশ মেলায় আতঙ্ক আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ এশিয়ার মধ্যে প্রথম করোনা ভাইরাস টিকা পাওয়া দেশ সিঙ্গাপুর

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলতেই তৎপর হয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইটালির মতো দেশগুলি। ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলি। ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ভারতও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here