নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাস অতিমারীর প্রায় এক বছর পর আশার আলো দেখেছে বিশ্ব। করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন পেয়েছে বেশ কয়েকটি সংস্থা। বেশ কিছু দেশে শুরু হয়েছে টিকা দেওয়া পর্ব। এশিয়ার প্রথম দেশ হিসেবে টিকার চালান পেল সিঙ্গাপুর। মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর।
সোমবার সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান আসে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি, বাহরিনে ফাইজারের টিকা অনুমোদনের পর গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বেলজিয়াম থেকে টিকার প্রথম চালান এসে পৌঁছেছে দেশে। টিকা পাওয়ার পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং উচ্ছবাস প্রকাশ করেন তাঁর ফেসবুক পোস্টে। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’
আরও পড়ুনঃ ভ্যাকসিন থেকে মুখ ফেরাচ্ছে ৭০ শতাংশ ভারতীয়, সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য
টিকা আবিস্কার ও হাতে পাওয়া এই পর্যন্ত একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল একথা উল্লেখ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এও বলেন যে টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে আশান্বিত করবে এবং নতুন বছর ২০২১ নিয়ে আশাবাদী হওয়া যাবে।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে নয়া বিতর্ক
২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর। তবে অন্যান্য দেশের মতো শুরুতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা।
ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। টিকা সংরক্ষণের জন্য যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। টিকা নেওয়ার জন্য নাগরিকদের সবরকম উৎসাহ দিচ্ছে সিঙ্গাপুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584