নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের মালদহে একজন নার্সের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে মালদহে দুজন নার্সের করোনা পজিটিভ ধরা পড়লো। সঙ্গে নতুন করে আরও ৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই নার্স মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন।
এই প্রথম মালদহ জেলা শহরে করোনা সংক্রমণের ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে। আক্রান্তরা সকলেই মালদহের বাসিন্দা। এদের মধ্যে ৩ জন গাজোল ও একজন হবিবপুর ব্লকের বাসিন্দা। বাকি একজন আক্রান্ত মালদহ মেডিকেল কলেজের সারি ওয়ার্ডে কর্মরত নার্স। সব মিলিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৮।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক। তবে এ নিয়ে দ্বিতীয়বার জেলায় এমন কারও সংক্রমণ ধরা পড়ল, যিনি ভিনরাজ্য ফেরত নয়। আক্রান্ত নার্স মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত হওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য কর্তাদের। তাকে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও ভর্তি করার তোড়জোড় শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584