নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আবার রায়গঞ্জ মেডিকেলের এক নার্সের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। বেশ কিছুদিন তিনি রায়গঞ্জের কর্নজোড়ার কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানে দুসপ্তাহ কাজ করার পর তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কাজে যোগ দিয়েছিলেন। ওই নার্সের লালার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মিলতেই উদ্বেগ বেড়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যমহলে।
সংক্রামিত ওই নার্সের বাড়ি মেদিনীপুর এলাকায়। কর্মসূত্রে তিনি রায়গঞ্জে থাকেন। কোভিড হাসপাতালে কর্মরত অবস্থায় লালার নমুনা পরীক্ষা করা কেন হল না,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোভিড হাসপাতালে কাজ করার পরেও রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রায় ১০ দিন কাজ করেছেন তিনি। ফলে আরও কোন কোন নার্স সংক্রামিত হয়েছেন, তা নিয়েও আতঙ্কে রয়েছে স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ মাস্ক হীন পুলিশ আধিকারিকের বৃক্ষরোপন, উঠছে প্রশ্ন
যদিও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ১৬ মে ওই নার্সের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া গত মাসের ২৮ তারিখে রায়গঞ্জ মেডিকেল কলেজের ট্রু নাট যন্ত্রে তার রিপোর্ট নেগেটিভ রিপোর্ট এসেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584