নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক আধিকারিকের। জানা গিয়েছে, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ২ বিভু মল্লিক দিন কয়েক ধরেই জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
রবিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, বছর তিনেক ধরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ২ এর দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
বর্তমানে সংশোধনাগারের এই আধিকারিকের দেহ রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। করোনা পরীক্ষার পরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। ৫৬ বছর বয়সী জেল আধিকারিক বিভু মল্লিকের মৃত্যুতে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের অন্যান্য আধিকারিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। করোনা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584