বেলেঘাটায় শতাব্দী প্রাচীন বাড়ি ধসে মৃত বৃদ্ধা

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রত্যেক বছর আগস্ট সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টি হলেই কলকাতার পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা বেড়ে যায়। কলকাতা পুরসভা এর আগে কলকাতার একাধিক পুরোনো বাড়িকে বিপদজনক বাড়ি ঘোষণা করেছে। সেখানকার বাসিন্দাদের সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু পুরোনো আমল থেকে থাকার কারণে এবং কোথাও কোথাও শরিকি সমস্যার কারণে অনেকেই বাড়ি ছাড়তে রাজি হয়নি।

house | newsfront.co
প্রতীকী চিত্র

ফলস্বরূপ এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে সেভাবেই বেলেঘাটায় ১৫০ বছরের পুরোনো বাড়ি ভেঙে মৃত্যু হল এক সত্তরোর্ধ্ব বৃদ্ধার। আহত হয়েছেন তার ৪৫ বছরের ছেলেও ৷বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডের ওই একতলার বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা ওই বাড়ির বাসিন্দাদের কথা জানতেন।

আরও পড়ুন: শহরে দ্বিতীয় ক্যাম্পাস চালু করছে লা- মার্টিনিয়ার স্কুল

তারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয় সত্তরোর্ধ্ব বৃদ্ধা, তাঁর ছেলে, বউমা ও নাতিকে।। বৃদ্ধাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here