মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ
করোনায় কাবু গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে সর্বত্র। এরই মধ্যে বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। তবে করোনা সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে। সেই কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশে চলছে লকডাউন। সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি প্রায় প্রত্যেকটি মানুষ। এমতাবস্থায় পাকিস্তানি ক্রিকেট দলের মধ্যেই দেখা দিল করোনাভাইরাস।
এবার পাকিস্তানি ক্রিকেটার তৌফিক ওমর-এর শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। বাঁ-হাতি ওপেনার তৌফিকের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তৌফিকের আগে পাকিস্তানের জাফর সরফরাজ, স্কটল্যান্ডের মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার এনকুয়েনির করোনা আক্রান্ত হন। এছাড়া বাংলাদেশে ক্রিকেট কোচ আশিকুর রহমান করোনায় আক্রান্ত হন।
আরও পড়ুনঃ চিন ও ইতালির থেকে ভারতীয় ভাইরাসকে বেশি মারাত্মক দেখাচ্ছে: নেপালের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংবাদ মাধ্যমকে তৌফিক বলেন, ‘অসুস্থবোধ করায় দেরি না করে করোনা পরীক্ষা করিয়ে ফেলি আমি। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে আমার উপসর্গ তেমন গুরুতর নয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ বাড়িতে একটি ঘরে একা থাকছি আমি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন দ্রুত সুস্থ হতে পারি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584