নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও রোগী। রোগীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। শালবনী থানার অন্তর্গত সাতপাটির বাসিন্দা নিখোঁজ মথুর দে -এর বয়স আনুমানিক ৪৯ বছর।
এই বিষয় নিয়ে ছেলে তুফান দে জানান,তার বাবার পেটে জল জমে যাওয়ায় গত ১৪ ই অক্টোবর মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়, দুদিন ঠিকঠাকই ছিল, আজ সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় তার বাবা হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ।
এরপর তার ছেলে হাসপাতালে কর্মরত নার্সদের সঙ্গে যোগাযোগ করলে, নার্সরা তাকেই বলে তার বাবাকে খুঁজতে। কিন্তু অনেক খোঁজ করে তার বাবার হদিশ মেলেনি। কোতওয়ালী থানায় অভিযোগ জানাতে গেলে, ২৪ ঘন্টা পর অভিযোগ নেবে বলে জানায়।
আরও পড়ুনঃ আধার কার্ড সেন্টারের নামে প্রতারণা, চন্দ্রকোণায় গ্রেফতার ৫
অন্যদিকে এবিষয়ে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী জানান, “কে কখন বেরিয়ে যাচ্ছে, তা নিরাপত্তা রক্ষীদের পক্ষেও নজর রাখা সম্ভব নয়।” তবে বিষয়টি পুলিশকে জানানো হবে বলে জানান তিনি। বারবার হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রোগীর পরিবার পরিজনেরা। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584