নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা যুদ্ধে এবার স্বস্তির খবর মিলল মালদহে। সুস্থ হয়ে উঠলেন এক করোনা আক্রান্ত। কোভিড হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ব্যক্তি মানিকচকের চৌকি মিরদাদপুরের নারীদিয়ারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

মালদহে ২৭ এপ্রিল প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। তিনি মানিকচকের চৌকি মিরদাদপুরের নারীদিয়ারা গ্রামের বাসিন্দা। তবে মালদহ কোভিড হাসপাতালে পরিকাঠামো তৈরি না হওয়ায় তাঁকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। কয়েকদিনের মধ্যে একই গ্রামের আরও একজনের শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি মেলে।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় রক্তদান শিবির মহিলা তৃণমূলের
জানা গেছে, তিনিও বারাসাত থেকে প্রথম করোনা আক্রান্তের সঙ্গে জেলায় ফিরেছিলেন। ৭ মে তাঁকে পুরাতন মালদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। তিনিই ছিলেন ওই হাসপাতালের প্রথম রোগী। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর প্রথম দুটি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত শনিবার ফের তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট আজ এসে পৌঁছায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584