নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারি ভাইরাসের প্রকোপ যখন রাজ্যে ঊর্ধ্বমুখী, তখন আরও বেশি তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ এর ফলে রাজ্য প্রশাসনের তরফ থেকে লকডাউন এর ঘোষণা করা হয় সপ্তাহে ২দিন ৷
আর এই তৃতীয় দিনের লকডাউনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে লকডাউন অমান্য করায় ১ জনকে আটক করেন কোলাঘাট থানার পুলিশ।
এবং বাজারে সব্জির দোকান খোলা থাকায় পুলিশের তৎপরতায় তা বন্ধ করে দেওয়া হয় ৷ একই চিত্র ধরা পড়ে কোলাঘাট বাজার এলাকায়, কিছু দোকান খোলা থাকায় পুলিশ তা বন্ধ করে দেয় ।
দেউলিয়া বাজারে কিছু দোকান খোলা থাকায় তাও কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ।
পাঁশকুড়ায় শুনশান নতুন এবং পুরাতন বাজার। সবমিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ,পাঁশকুড়া, দেউলিয়া, মেচেদা কার্যত জনহীন এলাকায় পর্যবশিত হয়েছে ।
আরও পড়ুনঃ লকডাউন তাতে কি মোহনবাগানকে কবে কে থামাতে পেরেছে!
মহামারি ভাইরাসের প্রকোপ থেকে এলাকাবাসীকে রক্ষা করতেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584