পিয়ালী দাস, বীরভূমঃ
বিপুল পরিমাণে বিস্ফোরক ভর্তি তিনটি গাড়ি আটক করলো বীরভূমের মুরারই থানার পুলিশ। গাড়ির ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে অ্যামোনিয়াম নাইট্রেট ও জিলেটিন স্টিক।

গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানার পুলিশ স্থানীয় আমভুয়া গ্রামে হানা দেয় এবং গাড়িগুলোকে আটক করে। ঘটনায় মুকেশ সিং নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে।

আরও পড়ুনঃ মোটরবাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক
মূলত পাথর ভাঙার ক্ষেত্রে এই বিস্ফোরক ব্যবহার করা হয়। তবে অনেক সময় পাথর খাদানের মালিকরা ঝাড়খন্ড থেকে কম দামে এই ধরণের বিস্ফোরক আমদানি করে কাজে লাগায়।
এক্ষেত্রে ১৭২ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বৈধ নাকি নিয়মবহির্ভূতভাবে অন্য কোথাও থেকে আমদানি করা হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক বলা যাবে না বলে পুলিশ জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584