রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বড়ঞা থানার সাতিহারা গ্রামে এটিএম জালিয়াতির শিকার হলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহারে টাকা তুলতে যান এবং এটিএম ব্যবহারে ওয়াকিবহল না হওয়ায় পাশে দাঁড়িয়ে থাকা এক অচেনা ব্যক্তিকে পিন নাম্বার দিয়ে টাকা তুলতে বলেন।
ওই ব্যক্তিকে তিন হাজার টাকা তিনি তুলতে বলেন। বাড়ি ফেরার পর তিনি দেখেন তার এটিএম থেকে টাকা তোলা হয়েছে এবং অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার টাকা উধাও হয়ে গেছে। এরপর যাচাই করে তিনি জানতে পারেন তার এটিএম কার্ডটা বদল করা হয়েছে।
আরও পড়ুনঃ দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট দেশ জুড়ে, চিন্তায় গ্রাহকরা
এরপর সেই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ দেখে বড়ঞা থানার পুলিশ জিয়ারুল সেখ নামক ওই প্রতারককে গ্রেফতার করেন। প্রতারককে বড়ঞা থানার পুলিশ গ্রেফতার করার পর জানতে পারেন চলতি মাসের ১৫ এবং ২৭ তারিখ দু’দিনই সে এইরকম জালিয়াতি করে টাকা তুলেছে।
ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয় আদালতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584