খেজুরিতে এক ব্যক্তির দেহে করোনা সংক্রমণ

0
30

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক ব্যক্তির দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে,ওই ব্যক্তি খেজুরি এলাকার বোগার বাসিন্দা। কর্মসূত্রে মুম্বাইতে থাকতেন তিনি। দু সপ্তাহ আগে বাড়ি ফিরেছেন। গত ৮ তারিখ নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে লালারস পরীক্ষা করতে দেওয়া হয়।

corona affected | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার রাতে তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। প্রায় দুই সপ্তাহের বেশি সময় বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তবে পরিবারের লোকজনদের সঙ্গে মেলামেশা কতটা হয়েছে সে বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দু সপ্তাহ পেরিয়ে যাওয়ায় রিপোর্ট আসতে দেরি হওয়ার ফলে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ রাস্তায় যত্রতত্র ব্যবহৃত মাস্ক ফেলা রুখতে কড়া আইন আনতে চলেছে পুরসভা

তাই সামাজিক মেলামেশায় জড়িয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ওই ব্যক্তি বাড়িতেই রয়েছেন। প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here