জ্বরে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চন্দ্রকোনায় ব্যাপক চাঞ্চল্য

0
20

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত কুনাপুর অঞ্চলের ধামকুড়িয়া এলাকায় শনিবারে এক ব্যক্তি জ্বরে অসুস্থ হয়ে মারা যায়।

village | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম বাদল পাত্র । ৫০ বছর বয়সী ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন এবং বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় ১৫ বছর একা থাকতেন বলে তার ছেলে অভিজিত পাত্র জানান। অসুস্থ হয়ে বাদল পাত্র মারা গিয়েছে।

আরও পড়ুনঃ বিশাখাপত্তনম বন্দরে ক্রেন ধসে পড়ে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের

তাই এলাকার মানুষ করোনার ভয় করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা করে দেখা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

যদি করোনাতে মারা যায় তাহলে প্রশাসনিকভাবে তার সৎকার করা হবে, যদি স্বাভাবিক ভাবেই মারা যায় তাহলে তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here