নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার রানীসরাইতে। জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম বুধীয়া সরেন, বয়স আনুমানিক ৪০ বছর। জানা গেছে মৃগী রোগে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি।

পরিবার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত্রিতে খাওয়া দাওয়ার পর শৌচকর্ম করতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। অবশেষে সোমবার সকাল নাগাদ বাড়ির কাছে একটি পুকুরে তাকে ভাসতে দেখে এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
পরে বেলদা থানায় খবর দেওয়া হলে বেলদা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার ভাই জানান দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন দাদা বৃহস্পতিবার রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন বাইরে বেরিয়ে ছিল শৌচকর্ম করার জন্য তখন সম্ভবত তার মৃগী এসে গিয়েছিল, তখন সে পুকুরে পড়ে যায়।
সোমবার সকালে পুকুরে একটি দেহ ভাসতে দেখে এলাকাবাসীরা খবর দিলে আমরা জানতে পারি। গিয়ে দেখি আমার ভাই। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584