নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দু’পক্ষের বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রাণীনগর-২ নং ব্লকের গোধনপাড়া এলাকায়। এই ঘটনায় বোমার আঘাতে গুরুতর আহত হয় সিরাজুল ইসলাম(৩২) নামে এক ব্যক্তি। আহত সিরাজুলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ অত্যাধুনিক নেশাজাতীয় দ্রব্য উদ্ধার সামশেরগঞ্জে, ধৃত ৫
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই বোমাবাজি। যদিও দুই পক্ষের দাবি তারা রাণীনগর ব্লক সভাপতি শাহ আলমের গোষ্ঠীর লোক। শাহ আলম বনাম দিদার বক্স মন্ডলের দ্বন্দ্বের ফলেই এই উত্তেজনা।
আরও পড়ুনঃ শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা টহল দিচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। ঘটনায় অভিযুক্তদের পরিবারের সকলেই পলাতক বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584