নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিশ্ব যখন তোলপাড় হচ্ছে করোনা মহামারীর জন্য ঠিক তখনই আরও এক ভয়ানক এক ফাঙ্গাস এই বিশ্বে ঘাঁটি গেড়ে বসেছে। একে ভাইরাসে রক্ষে নেই তার ওপর ফাঙ্গাস। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্ল্যাক ফাঙ্গাসের খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের হাইস্কুল পাড়ায় পাওয়া গেল ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ।
জানা গেছে, বছর ৬৫- র কালুখালি সারফিয়া হাইমাদ্রাসার প্রাক্তন শিক্ষক নুরুল ইসলাম সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়।
আরও পড়ুনঃ ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলা, প্রতিবাদে সালার তৃণমূল যুব কংগ্রেস
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে নুরুল ইসলাম বাইরে থাকতেন, জিয়াগঞ্জের বাড়িতে তেমন আসতেন না। বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবার পর জিয়াগঞ্জের ওই ব্যক্তি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নুরুল ইসলাম যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার জিয়াগঞ্জে ফিরে আসতে পারে সেই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584