নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
ফের করোনায় আক্রান্ত এক পুলিশ আধিকারিকের মৃত্যু হল। বসিরহাট পুলিশ জেলার ৪৫ বছর বয়সি এক আধিকারিক করোনায় আক্রান্ত হন। বুধবার সকালে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
লকডাউন ও করোনা মোকাবিলায় এই পুলিশের আধিকারিকের ভূমিকা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা, অন্যদিকে লকডাউনে পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন পুলিশ আধিকারিক হাসান ফকির। বাড়ি মাটিয়া থানার আড়তদার রোডে। ওই পুলিশ কর্মীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুনঃ পুরসভা-স্বাস্থ্যভবনকে জানিয়েও হেনস্থা, বাড়ির ফ্রিজে ২ দিন পড়ে রইল করোনা রোগীর লাশ
ওই পুলিশ আধিকারিকের স্ত্রী জানান, ‘উনি একটু অসুস্থ ছিলেন। গত কয়েকদিন আগে ওনার হৃদজনিত সমস্যা দেখা দিয়েছিল। তার পাশাপাশি জ্বর সর্দি-কাশি উপসর্গ নিয়ে প্রথমে মধ্যমগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে বারাসাতে একটি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়। আজ সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু তারা বাঁচাতে পারলেন না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584