নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
মেদিনীপুরের পর এবার ঝাড়গ্রাম। জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক পুলিশ আধিকারিক। মৃত মনােজকুমার মণ্ডল (৪৭)।
ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। ঝাড়গ্রামের রঘুনাথপুরে বাড়িভাড়া নিয়ে সপরিবারে থাকতেন তিনি। তাঁর মেয়ে বলেন, ‘হঠাৎই ঠান্ডা লেগে আট দিন আগে বাবা অসুস্থ হয়। বুধবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট শুরু হলে ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বাবার মৃত্যু হয়।’
আরও পড়ুনঃ বালুরঘাট ট্রাফিক ওসি’র অস্বাভাবিক মৃত্যু
অপরদিকে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম করোনা হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধের বাড়ি গোপীবল্লভপুর থানার হুমটিয়া গ্রামে। গত শনিবার ওই বৃদ্ধের রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর ওই বৃদ্ধকে বাড়ির ছাদের একটি ঘরে আলাদা করে রাখা হয়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার ২৫ জনের করোনা পজেটিভের হদিশ মিলল
গত সোমবার থেকে বৃদ্ধের জ্বর ও পেট খারাপ হওয়ায় অসুস্থ হয়ে পড়েন। সোমবার বিকেলে পরিবারের সদস্যরা দেখেন, বৃদ্ধ খাট থেকে মেঝেতে পড়ে গিয়েছেন। সরকারি অ্যাম্বুলেন্স গেলেও বৃদ্ধ হাসপাতালে যেতে রাজি হননি। মঙ্গলবার দুপুরে গ্রামে পুলিশ ও সরকারি অ্যাম্বুলেন্স যায়। ওই বৃদ্ধকে ঝাড়গ্রামের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সকালে বৃদ্ধ মারা যান। এদিন সন্ধ্যায় নহড়খালে ওই বৃদ্ধের সৎকার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584