বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ বাঘাযতীন হাসপাতালে

0
99

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারীর মধ্যেই এবার চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ! চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার জেরে মৃতের পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করলে সামাল দিতে হাসপাতালে আসতে হয় পুলিশকর্মীদের। এর পরেই নেতাজিনগর থানায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

হাসপাতাল সূত্রের খবর, রিমা বসু (২৮) নামে ওই প্রসূতি ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তারপর
২১ আগস্ট ইউএসজি করানোর জন্য সারাদিন প্রায় না খাইয়ে রাখা হয়। তাতে তিনি আরও দুর্বল হয়ে পড়েন। ২২ আগস্ট সিজার অপারেশন হলে এক কন্যাসন্তানের জন্ম দেন রিমা।

Rima Basu | newsfront.co
রিমা বসু, ফাইল চিত্র
Couple | newsfront.co
স্বামীর সাথে রিমা। ফাইল চিত্র

অভিযোগ, তারপরেও সারা রাত নার্স, চিকিৎসক কেউ তাকে দেখতে আসেননি। রবিবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে কয়েক ঘণ্টা পর ইঞ্জেকশন দেওয়া হয়। আর ওই ইনজেকশন এর পরেই রবিবার সকাল আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ সাধারণ ওয়ার্ডে করোনা রোগী! চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেলে

patient's family | newsfront.co
নিজস্ব চিত্র

এর পরই উত্তেজনা ছড়ায় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। যদিও এই ঘটনায় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের তরফে কেউ কোন কথা বলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here