নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। পুলিশ জানিয়েছে মৃত ওই বিচারাধীন বন্দীর নাম আনন্দ গোপাল গুই।
তেসরা ডিসেম্বর সালার থানার অন্তর্গত শিরপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিবাদের জেরে কুড়ি বছরের যুবক কে খুন করে আনন্দ গোপাল গুই।৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশ। ১০ ই ডিসেম্বর থেকে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে বিচারাধীন ছিলেন তিনি।
আরও পড়ুনঃ কোচবিহারে দুর্ঘটনায় স্বাস্থ্য দফতরের গাড়ি, চালক মদ্যপ থাকার অভিযোগ
রবিবার বিকেলে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে আনন্দ গোপাল গুই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রশ্ন উঠছে কি ভাবে সংশোধনাগারের ভিতরে আত্মহত্যা করতে পারে কেউ।
পুরো বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584