বাংলাদেশে কারাগার থেকে কয়েদির পলায়নে তোলপাড়, প্রধান-সহ ৬ রক্ষী বরখাস্ত

0
72

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়নে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে। রাজধানী ঢাকা বিভাগের গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয়জনকে বরখাস্ত করা হয়েছে।

Prisonment | newsfront.co
সংবাদ চিত্র

এছাড়া ৬ রক্ষীর বিরুদ্ধে দায়ের হয়েছে বিভাগীয় মামলা। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্দ কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। তদন্ত কমিটিতে রয়েছেন, ডিআইজি প্রিজন্স, সিনিয়র জেল সুপার ও একজন জেলার। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরির্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হযেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। পুলিশ সদস্যরা ওই কয়েদির বাড়িতে খোঁজ-খবর নিচ্ছে। কয়েদি পালিয়ে যাওয়ার পর থেকে গাজীপুরে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে’।

আরও পড়ুনঃ বাংলাদেশে প্রাক্তন সেনাকর্তা হত্যা মামলায় আসামি ৯ পুলিশ, গ্রেফতার ইন্সপেক্টর

কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যায় কয়েদি আবু বক্কর সিদ্দিক। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়। সে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বক্কর এসেছিল ফাঁসির আসামি হিসেবে। তারপর ২০১২ সাল থেকে আবু বক্কর সিদ্দিক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কারাগারে বন্দী ছিল।

আরও পড়ুনঃ টেক্সাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন বাঙালি মহিলা গবেষক

এর আগে, ২০১২ সালে আরো একবার কারাগারের ভেতর লুকিয়ে ছিলো আবু বক্কর। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়। কাশিমপুরের কারাগারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও বক্করও আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলো।

অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়। কিন্তু এবার সে উধাও…আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বক্কর জেলের ১৮ ফুট দেয়াল বেয়ে চলে গেছে বলে ধারণা করছেন কারা কর্মকর্তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাতক্ষীরায় তাঁর বাড়িতে লোক গেছে। সংশ্লিষ্ট জেলার পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here